একদিন হঠাৎ করেই চলে যাব
বলার সময় টুকুও হয়তো আর না পাব
তাই বলে রাখি আজ "ক্ষমা কোরো"
আমায় সবে ক্ষমা কোরো।


আমি রেখে যাব
এই বিশ্ব সংসারে জমানো সব অর্জন
স্থাবর-অস্থাবর যেখানে যা আছে ধন,
আমি রেখে যাব
স্মৃতিময় কিছু ক্ষণ, কথার আলাপন
আনন্দ-হাসি কলোরব, আপন জন।


আমি রেখে যাব ভালোবাসা মোর হেথা
আমি রেখে যাব আশা হৃদয়ের অপূর্ণতা।
আমি রেখে যাব আমার কবিতা
ভরে ডাইড়ীর পাতা,
আমি রেখে যাব আমার ছবিটা
ভরে এলবামের পাতা।


সেদিন আমি বড়ই স্বার্থপর হবো
জমানো দুঃখ গুলো সব নিয়ে যাব।


তবুও যদি মনে পড়ে!
গোপনে অশ্রু ঝরে
ক্ষমা কোরো, আমায় ক্ষমা কোরো।