মানুষ এমন কইরা কাঁন্দে
নাটক- সিনেমায় কতবার দেখছি।
অতি আবেগে কতবার
অঝোরে চোখের পানি ফেলাইছি।
অথচ আজ
আমার কাঁন্দোনে কেউ কাঁন্দে না,
সোহাগে হাত বোলায়ে
কেউ দেয়না সান্ত্বনা।
বড় কষ্টে কারো বুকে হয়না যন্ত্রণা।
এক ফোঁটা চোখের পানি!
তাও গড়িয়ে পড়ে না।
যেদিকে তাকাই
ডাইনে - বায়ে - পিছে
কতনা মানুষ!
কত আপন, কত কাছের। অথচ
সবাই কেমন স্বার্থপর
যার যার মতো যেমন।
আমার সামনের যে মানুষটা
সেও যেন কেমন
কাঁন্দেনা আর সেই আগের মতোন।