গল্পের শিরোনামে শুধু তুমি
কাব্যের ভাবার্থে আছো তুমি
সর্বস্ব জুড়ে তুমি আর তুমি
কল্পনার রাজ্যে আছো তুমি
স্বপ্নের ঘোরে ও বিচরণ তুমি
স্মরণে সারাক্ষণ আসো তুমি
গহীন ঘুমেও অনুভব বুঝি তুমি
সীমাহীন আকাশে বিচরণ তুমি
খা খা রোদ্দুরের পরশ হলে তুমি
পৌষের হিমেল হাওয়ার কাঁপুনি তুমি
ঝিরঝির বৃষ্টির ছন্দে নাচ তুমি
প্রচন্ড ঝড়ের অকাল বৈশাখী তুমি
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম তুমি
তোমার ভেতরে তুমি
তার ভেতরেও তুমি
আমার সর্বোস্ব তুমি শুধু তুমি।


মিরপুর, ঢাকা, বাংলাদেশ।