রঙের অভিমান , শুধু তুলিই জানে
বহু সাঁঝবেলা হয়েছে রজনী ওদের আলিঙ্গনে


বহু হাসি - রাগ আর অভিমান,আনমনা ক্যানভাস
মাতাল হলুদ,উদাসী নীল, রঙেদের সহবাস


বেলা পড়ে এলে কোনো এক সাঁঝ,রক্তিম আভা লাজে
গোটা একখানি গোধূলিবেলায়,ডুব দেয় নব সাজে


আর যত সব স্মৃতির বাতাস এলোমেলো বয়ে চলে
ছেঁড়া পেঁজা পেঁজা মুহূর্ত্তেরা কানে কানে কথা বলে


তখন তুমি একলা বাঁশি , সুরের মাঝে বসে
বুনেছো জাল কথায় - সুরে , সে এক সর্বনেশে


সেই সুরেরই অসীম আকাশে , পরিযায়ী হয় ইচ্ছেপাখি
মনের মাঝে আরশি-নগর,বাউল চোখে মনকে দেখি


আঁচলা ভরি শব্দ ধরি , নদীর জলে ভাসিয়ে ছাড়ো
শব্দ গেঁথে কবি তুমি , উতল বাতাস সৃষ্টি করো I