আমার নিঃসঙ্গতা বাঁধভাঙা  নদীর মতো
তাই তোমাকেই  দিয়েছি মুক্তির  স্বত্ব
তুমি না আমার প্রিয়তমা
তবে নাও একটা রক্তিম উষ্ণ শলাকা
আর আমার বুকের  ভিতর
নির্মম  স্বহৃদয়তার সঙ্গে
দাও ঢুকিয়ে |


পরম শান্তির গৃহদ্বারে উষ্ণ অভ্যর্থনা কাঙ্খিত রইলো
নিরসন হোক সম্পৃক্ত অন্ধকার
ধরণীর ওম সিক্ত করুক প্রাণ
শীতল হই নিজেকে ছড়িয়ে  ফেলে  |


তবে তুমি থেকো না থেমে
মাঝে মাঝেই শলাকাটা চাপ দাও
ফাঁক করে দাও বুকখানা আড়াআড়ি
ভেতরে যেন দেখা যায় অন্তঃসারশূন্যতা
বেদনারা আগুনের সাথেই জ্বলে হোক বাষ্প
আমার শরীর খানা পরে থাকুক  
পরিত্যক্ত মেঠো  বাড়ির মতো....


   © অতীন