বৃষ্টি আর মানুষের আবেগ
    এখনো আগের মতই আছে
     মানুষ এখনো বৃষ্টিতে ভিজে,
আবেগ ও বৃষ্টি মিলে মিশে একাকার
    দু'ফোটা বৃষ্টি জন্ম দিতে পারে-
      শত শত কবি- হাজারটা কবিতার ।


বৃষ্টি,সুখের বার্তা নিয়ে আসে তোমাদের ছাদে
   তুমি ও তোমরা দু'হাত মেলে তা গ্রহণ কর
    চোখ বন্ধ-সময় তখন থেমে যায়,
আর এদিকে আমার ঘড়ি দ্রুত চলতে শুরু করে
    অফিসের যে দেরী হয়ে আসে
       চাকরি হারানোর ভয় আমায় পিষে মারে ।


তোমরা তখনও ভিজছ
    ছাদ থেকে পৃথিবীটা অদ্ভুত সুন্দর লাগছে
      কখনো গান কখনো কবিতা চলছেই,
আর আমি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি-সাথে নিয়ে ছাতাটা
     এক হাতে ছাতা অন্য হাতে ফাইল
       মনে সংশয় এই বুঝি ভিজে গেল জুতোটা ।


যে বৃষ্টি ভালবাসেনা সে নিষ্ঠুর,তোমরা বল
   আমিও চাই ভালোবাসতে,কিছুটা আবেগি হতে
    কিন্তু পারিনা যখনই দেখি-
অল্প বৃষ্টিতেই এ শহরকে নদী হতে,
  হাঁটু পানিতে রিক্সাআলার কষ্ট
   তোমাদের ভালোলাগা আর শহরের চিত্র মেলেনা কিছুতে ।


বৃষ্টি তোমাদের বারান্দা,তোমাদের ছাদ সুন্দর করে
   একই সাথে ভাসিয়ে দেয় ফুটপাতের বাসিন্দাদের,
   তোমরা ভিজো সখ করে-
আমি ভিজি রিক্সা না পেয়ে
  তোমরা ভিজলে হয় রোম্যান্টিক ওয়েদার
    আর আমি ভিজলে হয় মর্মান্তিক ফিবার ।


তাই বৃষ্টি ও আবেগ তোমাদেরই থাক
কাজ নেই আমার আবেগি হয়ে
  মধ্যবিত্তদের আবেগ থাকতে নেই ,
আমি নাহয় সূর্যের আলোয় ভালোবাসা খুঁজে নেব
  তোমাদের ছাদে কিছুটা আবেগ রেখে যেও
       বৃষ্টি শেষে নাহয় কুড়িয়ে নেব...।।