কেমন হবে যদি আমি অজানা পথে হাঁটা শুরু করি
যতটা পথ হাঁটলে কাউকে পথিক বলা হয়
যদি ঘর থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যাই
যতটা দূর গেলে কাউকে নিরুদ্দেশ ধরা হয় ।


কেমন হবে যদি দূরে কোথাও সাময়িক বসতি গড়ি
যেখানে ঘর বাঁধলে কাউকে যাযাবর বলা হয়
যদি কোন বনের গভীরে হারিয়ে যায়
ততটা গভীরে যেখানে থাকলে কাউকে বন্য বলা যায় ।


কেমন হবে যদি লোকালয় ছেড়ে হারিয়ে যায়
যেখানে হারালে আমাকে নিখোঁজ ধরা হয়
যদি কোন পাহাড়ে অনেকদিন পড়ে থাকি
যতদিন থাকলে মানুষ আমাকে ভুলে যায় ।


কেমন হবে যদি হটাৎ কোনদিন কোন বন বা পাহাড়ে
ভুলক্রমে তোমার আমার দেখা হয়ে যায়
পাশাপাশি থেকেও চিরদিন অচেনা থাকার চেয়ে
এই হঠাৎ দেখায় খুশি হওয়া কি ভালো নয়??