যার কোন দায়িত্ত নেই,নেই কোন ভাবনা,
তাকেই নাকি শিশু বলে,বড়দের না ।
কালের বিবর্তনে বদলে গেল ছবি,
শিশু আজ শিশু ছাড়া হয়ে গেছে সবই ।


মায়ের কোলে বড় হত যেইসব শিশু,
বদলানো দিনে ছোটে তারা আয়ার পিছু পিছু ।
মা বাবা ব্যাস্ত ভীষণ নিজ নিজ কাজে,
শিশুরা তাই আয়ার মাঝে আপনজন খোঁজে ।


সারাদিন ধুলো মেখে খেলত যারা বাইরে,
ধুলোতেই আজ অ্যালার্জি,বাইরে যেতে নাইরে ।
নাটাই-সুতো-ঘুড়ি সব থাকতো হাতে হাতে,
আকাশটাই ঢেকে দিল আজ বড় ইমারতে ।


চাকা ঘুরিয়ে ,পাখি ধরে সময় গেছে কেটে,
সেইসব ছবি এখন আঁকা হয় ড্রয়িং ক্লাসে ।
বাবা মার স্বপ্নে আজ ব্যাগ হচ্ছে ভারী,
বোঝা তোমাকে টানতেই হবে যতই হও আনাড়ি ।


দলবেঁধে যেত যারা ইশকুলে ছুটে,
১ মার্ক কম পেলে এখন কাঠগরায় ওঠে ।
ক্লাস ,কোচিং,এক্সাম প্রাইভেট টিউশন,
এসবের পরেও আছে নাচ,গান-আবৃত্তির প্রশিক্ষণ ।


ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে তাকে,
বাবা-মার মান রক্ষা ইহাতেই থাকে ।
হাজার রকম বোঝা আর দায়িত্তের ফলে,
শিশুদের আজ শিশু কম রোবট বলা চলে ।।