একঝাঁক রঙিন পাখির সাথে, তুমি বরং যাও জলছবির পথে।
শোনো আকাশ ও মাটির সুর, দুচোখ মেলে দেখো ভোরের রোদ্দুর।
শরীরে মাখো জ্যোৎস্নার রুপোলী আলো, চুমু দিয়ে যাক চাঁদ, বেসে একরাশ ভালো।
আমি হেঁটে চলি আমার পথে, ধুলোবালি, রুক্ষতা, পরাজয়ের সাথে।
এপথে ক্ষুধার্ত মানুষকঙ্কাল হাঁটে, এপথে শকুনেরা ওত পেতে থাকে।
এখানে রোগ জীবানুর সাথে, শিশু আর মা একসাথে থাকে।
আলো বলতে কী বোঝায়?  সত্যিই কি সূর্য সেটা দেয়?
আমার অনেকটা পথ বাকি, লড়াইটা আমি লড়ে যাবো।
ক্ষুধার আগুণে যখন জ্বলবে আমার প্রাণ, বাতাসের কাছে পাঠিয়ে দিও ঘুমপাড়ানি গান।