আমি দুমুঠো ভরে কুড়িয়েছিলাম জলঝিনুক,
সাগরের ঢেউ এ ভেসে আসা,
বালুচরের উপর পরে থাকা,
না মুক্ত পাইনি কখনো,
কিন্তু ঝিনুক কুড়ানোর আনন্দ
মনে পরে এখনো।


আমি দমকা হাওয়াকে বলেছিলাম,
তোমার সাথে যাবো,
ঘুরে বেরাবো সারা পৃথিবী,
কখনো বা ঘুড়ি হয়ে  আকাশে উড়বো,
না যেতে পারিনি কখনো,
কিন্তু যাওয়ার ইচ্ছে আছে এখনো।


ইচ্ছেগুলো  নাই বা হোলো পূরণ,
স্বপ্ন দেখতে খুব ই আনন্দ পাই,
এখনো খেলি কাদামাটি নিয়ে,
মনের মতো পুতুল বানাই।