কার বসন্ত? তোমার আমার হাওয়া,
উল্টোমুখো- পরস্পরকে চাওয়া।
আমরা হলাম অচেনা দুই স্রোত,
বইতে বইতে যেদিকে চাই - পথ।
আমরা যেন পরস্পরের দৃষ্টি,
আকাশে মেঘ, বুকের ভেতর বৃষ্টি।