শর্তহীন ভালবাসার ক্ষ্যাপাটে শাষণ চোখ,
নির্লিপ্ততা,নিঃস্তব্ধতা জাগায় হৃদযে শোক ।
সারাটিক্ষন ভাবায়, ভাসায়, ডুবায় আর,
বিস্ময় ভরা বুকে বিচলিত প্রাণ তোমার
শব্দগুলো হায়্ যাচ্ছে কোথায়!
কোন শব্দ আসে না মাথায়।
এলোমেলো লাগে সবই আজ,
সাজাঁনো হয়না কথার সাজ।
রাঙেনা মন রঙীন পাতায়,
জুড়ে না শব্দ লেখা খাতায়,
ভাবনার তলানিতে শুধু খুঁজি,
শূন্য অতলে পাই না তো ঠাঁই।
কি কারণ!জানি না তো ছাই,
মনের ভালালাগা গুলো আজ তেমনি আছে,
তাল,মাত্রা আর ভাবনা, সব পড়েছে পাছে।
হাতড়ে খুঁজি বিশ্বকোষ,
সমার্থ্ক প্রেমে শব্দদোষ।
কোথায় পাবো হারানো সুর?
স্বপ্নের ভাষা, সে দূর বহু দূর ।