কি ?
তা সে নীজেও জানেনা
জ্বালিয়ে পুড়িয়ে মারে
কিন্তু নিজে জ্বলে না।
চিহ্ন কে করে নিশ্চিহ্ন
যার কোন অস্থিস্ত রাখে না।
প্রজ্জ্বলিত হলে ঢেকে যায়
আলোর ধোঁয়ার আধারে।
সে নিজে জ্বলেনা, অন্যকে জ্বালায় ।
এ কেমন আদর্শ তার
ধ্বংসযজ্ঞ চালিয়ে সে করে আলোকিত ।
আঁধারে আলোর প্রদীপ এ তার কেমন চরিত্র ।
আকাশের মিডলাইট তারারা হাসে
কারো জয়, কারো পরাজয়,
কারো উত্থান,কারো পতন
একসাথে থাকবেনা তখন।
কিন্তু সে নিশ্চুপ
দুজন থাকবে পাশাপাশি
স্বার্থক হবে এ জীবন ।
আগুনের সহযোগী না থাকলে পাশে
কি করে থাকবে আগুন আমাদের পাশে ।
আদিম যুগের সেই প্রেরণা আসুক ফিরে কাছে
এগিয়ে যাওয়ার এ তার কেমন সাধনা ।


         সমাপ্ত