সুখ ছিলনা শোকের
মায়া মমতার ঘর
আদর সোহাগ ছিল
কেউ ভাবেনি পর ।


কিন্তু কি যে অভাব ছিল
হৃদয়ে যে উদয় হলো
আপন পর-পর আপন
সঙ্গগুণে হইলো গুণী ।


ছড়িয়ে ছিটিয়ে পড়লো সবে
নিজের প্রয়োজনে
ভয়কে তারা জয় করিলো
নতুন আয়োজনে ।


বৈশাখ মাসের ভোর বিহানে
মিষ্টি মধুর হানিমুনে
সুখের ঘরে সুখ এলো যে
নতুন আগমনে ।


       সমাপ্ত