নিজের খোঁজে গিয়েছিলাম মাঠে
রোদ্রতাপে ক্লান্ত দেহে চলেছি হেঠে
পাইনি কারো দেখা চলেছি আমি একা
সবাই গিয়েছে নাকি বিনিময়ের হাঠে ।


কেন যাবো হাঠে আমার কি আছে
বিনিময় করিবো কি দিয়ে শেষে
তাই যাই খোঁজে কোথায় কি আছে
আমার নই আমি সবই তো মিছে ।


তোমার সবই আছে আমায় রেখো কাছে
তুমি বিনে কেবা বল আমার কিবা আছে
ভেবে ফিরি তাই আমার বলে কিছুই নাই
আল্লাহ তোমার কৃপায় বেঁচে থাকা চাই ।


                     সমাপ্ত