"মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে "
কিন্তু চাইলেই তো আর বেঁচে থাকা যায় না ।
প্রকৃতির অমোঘ নিয়মে -
"জন্মিলে মরিতে হবে
কে কোথায় রয়েছে কবে" ।


তবুও বেচে থাকার সাধ কারোরই ফুরায় না ।
পৃথিবীর এতো রূপ-রস-গন্ধ দেখার পরও
সবারই ইচ্ছে হয়-যেন অনন্তকাল
বেঁচে থাকি ।


মানুষ মরে যায় একথা যেমন সত্য তেমনি
সত্য হচ্ছে অনেকেই হাজার বছর ধরে
বেঁচে থাকা । তাদের শারীরিক মৃত্যু হয়,
থেকে যায় কর্মময় জীবন । আমাদেরকেও
তেমনই হাজার বছর ধরে বাঁচতে হবে ।


আমাদেরকে স্বপ্নের ভেতর বাঁচতে হবে ।
আমাদেরকে ও অনেক অনেক স্বপ্ন দেখতে হব।
আমাদের স্বপ্ন হবে-নীজকে নিয়ে,
দেশকে নিয়ে,দেশের মানুষকে নিয়ে ।


আমাদের স্বপ্ন হবে ইসলামি আদর্শে জীবনকে,
পৃথিবীকে সুন্দর করে সাজানোর স্বপ্ন
সুতরাং এসো হে তরুণ জীবনকে সাজাই।


                 সমাপ্ত