এমন থলি দেখছো বেলী
খাচ্ছে জীবন ভর
মুখরোচক পণ্য ভরে
হচ্ছে গোদাম ঘর।


হাতটা তাহার হয় তাঁবেদার
দিচ্ছে মুখে তুলে
অলসতা নাইরে তাহার
খেয়েই শুধু চলে ।


সারা জীবন খেয়েও তার
মিটলো নারে ক্ষুধা
ক্ষুধার্ত ঐ বেলী যে আজ
বাঁচাও মোরে খোদা ।


লজ্জা শরম ছেড়ে সে যে
খেয়েই শুধু চলো
আর কতকাল খাবে ওরে
আমায় দেখি বলো ।


বেলীর প্রেমে প্রেমিক যারা
নানান খাবার খেয়ে
অসুস্থ যে হয়েই গেলো
নানান রোগে পেয়ে ।


এখন বেলী ভাবছে বসে
করবো কিরে আর
খেয়ে খেয়ে মরবো নাকি
সবই অন্ধকার ।


আর খাবোনা মিষ্টি মধু
মুখরোচক খাবার
এবার মোরে রক্ষা করো
ওহে পরোয়ার ।


         সমাপ্ত