বসন্তে ফুলে ফলে
গন্ধের বন্যা বহিবে
গ্রীষ্মের ফল ভারে
আমের শাঁখা নেমে আসবে ।


হাসবে এই পৃথিবী
কাজ কর্ম চলবে
শুধু আমি থাকবোনা
বিশ্বাস করা যায় না ।


শৈশবের স্পর্শ
যৌবনের আলিঙ্গন
তরঙ্গে মাখাইয়া দিবে
ওঁদের ও মনে পড়বে।


         সমাপ্ত