বিশাল আকাশ দেখে
দেখে দুই চোখে
চোখের দৃষ্টিতো ফিরে
ফিরে সেই ঘরে ।


ঘরের ভিতরে আজ সব
সবাই নিরব
নিরবতার অভাব নেই
নেই কলরব ।


বড় মুখ করে গর্বে ছিল
ছিল কতদিন
দিন যায় ভুলে যায় সব
সব শেষ দিন ।


দিন নেই রাত নেই শুধুই
শুধুই আধার
আঁধারে বাহাদুরি চলে
চলবেনা আর ।


আর তো আসবেনা ফিরে
ফিরবেনা দৃষ্টি
দৃষ্টিপাত ভুলে যাবে নির্ঘাত
নির্ঘাতে আঁধার ।


আঁধারে চলি আলোর খোঁজে
খোঁজে ফিরে দৃষ্টি
দৃষ্টিভঙ্গি বদলে ফেলো সবে
আসবে-শান্তি ! শান্তি !
🔺⚪🔺⚪🔺⚪🔺⚪🔺⚪🔺