বৈশাখ মাসে তার খালে বিলে জল
চাষীরা ধান কাটে সোনালী ফসল।
বৈকালে ধান মাড়ে গেয়ে তারা গান
ঘাম ঝরে সারা গায়ে নয় পেরেশান।


বৈশাখ মাসে দেখি যত কৃষক কৃষাণ
ধান নিয়ে সদা থাকে শুকনো উঠান ।
চোখ তুলে চেয়ে দেখে বারবার আকাশে
সাদা মেঘ কালো হলে মুখ হয় ফ্যাকাশে ।


আকাশে মেঘ দেখে করে তাড়াতাড়ি
ভিজে যাবে সব ধান তুলতে কাড়াকাড়ি
কালো মেঘ উড়ে চলে চেয়ে দেখে আকাশে
অনুমান গতিবিধি বিজলি বাতাসে ।


                   সমাপ্ত