কল্পনায় পরিকল্পিত না হয় কথা
শব্দের জোড়াতালি অক্ষরে গাঁথা
অর্থের বিনিময়ে ভাবার্থের ব্যথা
কত নাম দিয়ে রাখে কথার কথা ।


পশুরা পোষ মানে লালন পালনে
বর্ণ খোঁজে আনে কবিতার কারণে
স্থান পেয়ে কখনো মান বেড়ে যায়
লোকে বলে বর্ণচুরা ছন্দের বেরায়


বর্ণের গড়মিলে হয় শব্দের পতন
অর্থহীন শব্দেই হাস্যকর জীবন
যতই সুন্দর হোক বাক্যের গঠন
অর্থবোদক হয়ে উঠুক সবার মন ।


চেতনায় জাগ্রত যাহা কিছু মনে
লিখে মুখে প্রকাশ করে সর্বজনে
প্রকাশিত হলেই নাম রাখে সবে
তোষামোদি বেয়াড়া হইল কবে ।


পোষা পাখির শুনি শিখানো বুলি
বাহ্ বাহ্ দিয়ে দেখি চরন ফেলি
কর্মগুণে বিশ্বে কত যে জ্ঞানীগুণি
অপকর্মে মলিন যাদের মুখখানি ।


☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆