দাঁড়াও বন্ধু ! সাজাও জীবন
সময় যাচ্ছে বলে
শেষ বিকেলে পাবেনা খোঁজে
জীবন যাবে চলে।


ধর্মের বাণী-মানো আর নাই মানো
ফিরতে হবে বাড়ি
শুন্য হাতে ষ্ঠেশনে গেলে
তোমায় নেবেনা গাড়ি ।


মাটির মানুষ মাটির ঘরে এলে
সময়ের মূল্য দিতে হবে
টাকা কড়ি আসবেনা কাজে
বাড়ি যাবে কবে।


পূণ্যময় রাত আসছে শবে-বরাত
নিজের জীবন নিজেই গড়ি
সময়ের কাজ সময় মতো বন্ধুরা
এসো তাড়াতাড়ি ।


নিজে বাঁচি অন্যকে বাঁচাই
ইহকাল ও পরকালে
ধর্মের বাণী বিফলে যাবেনা
আত্মসমর্পণে এসে দাঁড়াও ।


             সমাপ্ত