কি করে বলি ওহে মোর প্রভূ
না চাইতেও দিলে ভূলি নাই কভূ
তবুও মোদের অনেক কিছু চাই
কি করে এবার তোমাকে বুঝাই।


জেনেও যদি কর না জানার ভান
আমার কাছে নেই তাঁর কোনো প্রমাণ
তবঃ ফিরে দাও মোর পানে চাও
আমার যে আছে অনেক চাওয়ার।


দাওনা আমায় মুক্তি দয়ায়
তোমার তো কমতি নেই ধরায়
অসহায় মানুষ করে হায় হায়
তুমি ছাড়া কি হবে উপায় ।


তূমি ছাড়া বল কে আছে ধরায়
বলে দাও ওরা যাবে কোথায় ?
ভূল যদি করি ক্ষমা করো মোরে
চাইবো বলো কার কাছে আর।


বারবার ফিরে তোমার দ্বারে
এসেছি আবার ক্ষমা করো মোরে
দাওনা আমায় করূণা নিরুপায়
তুমি ছাড়া ভবে কে আছে ধরায় ।


               সমাপ্ত