সমাজ নীতি বল
রাজনীতি বল
ব্যবহার শাস্ত্র বল
গীতি-চিত্র, কলা-কবিতা বল ।


লক্ষ্য নীতি শাস্ত্র
সকলি স্বভাব ধর্ম
অধিকার সাধন প্রয়াসী।


মানুষ রূপি আদর্শ
উপাস্যের মর্যাদা পায়
মানুষের অগ্রগতি
ঐখানেই শেষ হয়ে যায় ।


অজ্ঞতার তিমিরে ডুবিয়া
সাড়াকে হেলায় ভূলিয়া
বজ্রনাদে ডাক দিয়া বলে
এই আমি আছি "শান্তি"
(শান্তি মানে ইসলাম ধর্ম )


        সমাপ্ত