চেতনার উৎসাহে জেগে উঠো সবে
পৃথিবীতে অনাচার নাহি আর রবে
আমি তুমি সবে মিলে হয়ে যাই ভাল
আঁধারে জ্বালিয়ে দাও সততার আলো।


অনাহারে বুক ফাটা কান্নার ছবি
মেঘের আড়ালে দেখো হাসে রবি
আলোর মিছিল নিয়ে আসছে তাঁরা
চলবেনা আর ভবে নোংরা খেলা ।


অত্যাচার অবিচার থাকবেনা আমাদের দেশে
হিংসা বিদ্বেষ ভূলে, যদি যাই মিলেমিশে
রক্ত-মাংসের বিশ্বে আমরা মানব জাতি
মানুষ মানুষের জন্যে কি করে ভূলে যাই আজি।


বন্য-হিংস্র পশুরদল যাও লোকালয়ে ছেড়ে
মানুষকে থাকতে দাও মানবতার সম্পর্ক জোড়ে
সুশৃংখল মানব জাতিকে নিয়ে খেলছো খেলা
সময় তোমাদের শেষ আকাশে ডুবছে বেলা।


                       সমাপ্ত