যন্ত্রণার জগতে
               কাজী আফজাল


তুমি আজ ও এলে না !
আমার এই কুঁড়ে ঘরে ?
যে বুক হাহাকার করে
তোমার সুখে বালুচরে !!!


যুগ যুগ ধরে পারি নারে
তবুও রই ঐ পথ চেয়ে !
কবে কখন কোন রূপে--আসবে
রূপসী বাংলার গায়ে !!!


বলনা ! তুমি কোথায় ?
কেন ? কেমন করে ?
রয়েছো কত দুরে ?
খোজি শহর,বন্দর,নগরে !!!


শিশু কিশোর কবে হারাইনু,
যৌবন চলেছে ভাঠির পথে !!
তবে কি ? আর নাইবা হলো দেখা !
সুখ দুঃখে জড়ানো এই যন্ত্রণার জগতে !!!


               সমাপ্ত