ধুলি বালির ঐ শহরে
কবে হবে ভোর
প্রভাত বেলা মিষ্টি আলো
ভাগ্যে নাহি তোর।


চার দেয়ালে বন্দি হলে
মুক্ত মাঠ ছেড়ে
মুক্ত মাঠের মুক্ত হাওয়া
ভাগ্যে নাহি মিলে ।


যানজটের ঐ শহর ছেড়ে
আয়রে গাঁয়ে আয়
প্রভাত আলোয় করবে ফেরী
ঘাসের গালিছায় ।


সবুজ শ্যামল মাঠে আছে
মিষ্টি মধুর আলো
গাছ গাছালির ছায়ায় ছায়ায়
বাসবে তোমায় ভালো।


আসবে কি রে আমার গাঁয়ে
মুক্ত হাওয়া মাঠে
ধানের ক্ষেতে দামাল ছেলে
দোয়েল কোয়েল ডাকে।


         সমাপ্ত