দুই ধার নিচু তার
আটকে আছে জল
এপার থেকে ওপার দেখি
জল করে ঝলমল।


চলছে নাতো জলের ধারা
বলছে নাতো কেউ
থমকে গেলে জীবন তোমার
দেখবে নাতো কেউ ।


চলবে যখন চলার পথে
হিসাব কষে চল
আসলে জোয়ার করবে কি আর
ভাবনা এখন ভাবো।


দুই কূলে তো রইবেনা কেউ
ভাসিয়ে নিবে ভেলা
এপার চরে ওপার ধ্বসে
এইতো নদীর খেলা।


এখেলা যে বিষম খেলা
চলছে জীবন ভর
কেউবা হাসে কেউবা কাঁদে
কেউবা হলো পর।


রাক্ষুসে ঐ নদী ভাঙ্গন
সব নিয়েছে তার
অসহায় ঐ মানুষগুলি
করছে হাহাকার ।


        সমাপ্ত