আমি শুধুই খুঁজব
যতই যাইনি কেন
হারিয়ে গভীর গহীনে
কিছুই না আর বলবো।


বলার ছিল না, তবুও বলতে চাইনি
চেহারার হাবভাব সব বলে দিলো
বুঝেনি সে ভাষা কত ছিল আশা
সূর্যের আলোয় স্বপ্নের আসা ।


ঘরে ফিরে আর খোঁজিনা তার
আদর সোহাগে মায়াবী চেহারা যার
শুধু মনে পড়ে পাবোনা এপাড়ে
যদি দেখা হয় গেলে ঐ পাড়ে ।


দেবার তো নেই কিছু
কি দিবো আবার
চোখের জলে দু'হাত তুলে
দুআই যে শেষ হাতিয়ার ।


           সমাপ্ত