দেখবি নাতো করবে কি
জড়িয়ে শুধু রাখবি
শীতের কাঁথা শীতের পরে
কোথায় তুলে রাখবি।


নাইতে গেলে জলের কদর
গায়ে শুধু মাখবি
নাওয়া খাওয়া হলে পরে
জলে কি আর থাকবি।


শীতের কাপড় জড়িয়ে গায়ে
উষ্ণতায় ভিড়লে
গরম হাওয়া লাগলে পরে
তখন কি আর করবি।


হয়তো আবার নয়তো কি
পাবে নাতো খুঁজলেই
দেখার যদি এতই স্বাদ
ধৈর্য ধরে থাকলেই ।


দেখলে কি আর পরবে মনে
আমায় নিয়ে ভাবলে
তবুও তোর মন পেলো না
দেখার স্বাদে মজলে।


        সমাপ্ত