গভীর জলে টোপ ফেলেছে
বড়সি হাতে নিয়ে
পাড়া পড়শি ভয় পেয়েছে
নাইতে নেমে জলে ।


আধার জলে ধরলো কেরে
টানাটানি বড়সি নিয়ে
টেংড়া মাছে লেংড়া লাগে
ভয় দিয়েছে ছুঁয়ে ।


হৈচৈ করে দৌড় দিয়েছে
চায়না পিছু ফিরে
মাছটি ওরে উঠলো ভেসে
স্বচ্ছ জলের পরে ।


এই সুযোগে ঈগল পাখি
চু দিয়েছে মেরে
আকাশ পথে যাচ্ছে উড়ে
দেখলো সবে চেয়ে ।


গাছের ডালে বসতে গিয়ে
মাছটি গেলো পড়ে
শিয়াল কুকুর ভয় পেয়েছে
জলের মাছ স্থলে ।


শিয়াল কুকুর একসাথে
করে নাতো বাস
ঝগড়া ঝাটি করে শুধু
দেখি বার মাস ।


বাঘের মাসি সুযোগ পেয়ে
ভাবলো এবার বসে
শিয়াল কুকুর দাও তাড়িয়ে
এবার খাবো চুষে ।


ভয় পেয়েছে মাছটি এবার
লাফ দিয়েছে জলে
সকল আশার গুড়ে বালি
গোলামালী গোলেমালে ।


        সমাপ্ত