দান অবদান প্রতিবেশী তোর
মিলেমিশে সবে হেসে হবে ভোর
বিশ্বে যা কিছু সবই তার দান
এসো হে এসো মাহে রামাদ্বান ।


এ বিশ্বে না হয় যেন কেহ বঞ্চিত
মানুষের তরে উন্মুক্ত করে
শুরুতেই বরকত করেন দান
তাইতো ফিরেছে মাহে রামাদ্বান ।


হিংসা বিদ্বেষ ভূলে যাও সবে
মানুষে মানুষে মিলেমিশে রবে
পাপ পূণ্যের দিতে প্রতিদান
এসেছে আবার মাহে রামাদ্বান ।


অনাহারে যারা ছিল পেরেশান
সেই স্বাদ নিতে এসো বিত্তবান
গাহে মুসলিম যত ইনসান
সুস্বাগতম ওহে মাহে রামাদ্বান ।


             সমাপ্ত