সেই যে গেলো ফিরে এলো না
এখন আমি আর তারে খুঁজিনা
দূর থেকে সুর শুনি যায়নি ভুলে
খবর নিতে আসে তাই যায় বলে ।


সে যে আমার কত যে আপন
কখনো তাকে নিয়ে দেখিনি স্বপন
ভালবাসা ! সে তো কমতি ছিল না
বিকেলের ঝড়ে শুধু হারিয়ে গেলো।


এখন আমি কি দোষ দেবো তাকে
যদি সে আমায় ভূলে যেয়ে থাকে
স্মরণের পাতা খোলে উঠে দুলে
দেখা হবে ভাবি নাই কখনো তারে ।


আবার যদি ফুটতো ফুল কুড়াতে এসে
হারিয়ে যেতাম আমি শুধু তার সাথে
ভুলের মাশুল গুনে গুণে হয় না শেষ
দূর থেকে বলে শুধু ভাল আছো বেশ।


                 সমাপ্ত