অন্ধকে দাও আলো
বলবে কি যে বলো
জ্ঞান বিবেক যদি
হয়ে যায় অন্ধ।


সাগরকে যদি বলো
তোমার মোহনায় এসে
বিকালে বিদায় হলো
রক্তাক্ত লাল সূর্য্য ।


মানুষকে যদি বলো
এ মায়াবী মমতায়
মানুষ মানুষের জন্য
মানুষের পাশে দাড়ালো।


বাতাসকে যদি বলো
কর কি কম বেশি
নিঃশ্বাসে যার তার
কর কেন হাহাকার ।


মানুষ আবার মানুষ দেখো
ধ্বংস ডেকে আনে বারবার
কত বড় হলে শান্তনা পাবে
ফিরে পাবে তার অধিকার ।


            সমাপ্ত