জানালার পাশে দাড়িয়ে
চেয়ে দেখোনা সে আছে
কোথাও কি না দাঁড়িয়ে ?


হয়তো গাছের আড়ালে বা
পাকা ঘাটের সিড়িতে বসে
সময় কে দিচ্ছে তাড়িয়ে ।


আসবে ক্ষণ সময় হলে
কিবা এত চিন্তার আছে
সময় হলেই চলে আসবে ।


না, না,  আমি তা ভাবছি না,
ভাবছি খেয়ে গেলো কি না ।
কখন যে গিয়েছিলো বেড়িয়ে ।


সকাল পেড়িয়ে বিকেল গড়িয়ে
সন্ধ্যা হয়ে এলো,তবুও তো দেখি !
সে আসছে না কেন ফিরে ?


যাওনা,একটু বেরিয়ে এসোনা ।
কোথাও তাকে দেখা যায় কি না ?
এতক্ষণে সময় হলোনা, কবে ফিরে ?


                সমাপ্ত