(1)
নিপুণ পথ বাহী আঁকিয়া বাকিয়া
বনো  তরুর ধারে নদীর আঁকে বাঁকে
মুক্ত মাঠের উদাস বুকে
সৃজনের গান গাহিয়া ।


অনন্ত শুন্যতা রাখিয়া মুছিয়া
গড়িয়া পুরোভাগে
জ্বালে জ্ঞানের দিপালী ।


ভয়ার্ত মানুষের প্রাণ
প্রেরণার পেয়ে সন্ধান
স্বাচ্ছন্দ্য বোধ করে
পেয়ে স্রষ্টার জ্ঞান ।


          (2)
প্রেরণা একটি উন্মাদনা মোহময় উচ্ছ্বাস
জগতে বিচ্ছুরিত চলে যুগ যুগান্তরে ।
আত্ম-প্রতিষ্টা,  আত্ম-প্রসারণ
যৌন-অভিব্যক্তি অনুভব করে হৃদয়ে ।


মহাপ্রাণ ব্যক্তির প্রেরণা
জাগ্রত শক্তির সঙ্গে
মুহূর্তে উন্নত উর্ধ্বে
প্রেরণা সারা অঙ্গে ।


            (3)
জলমগ্ন জীবন রক্ষায়
শরীরের শিরায় শিরায়
ব্যক্তিত্বের সীমানায়
জগতের মহামানব।


জাগ্রত শক্তির বিচ্ছুরণ
তরুণ তরুণীর প্রেম
স্পর্শ কাতর প্রেরণা
আবির্ভাবের সাধনা ।


হৃদয়ের কত প্রেরণা
অজানা লক্ষ্য পানে
স্রোতের গতিপথে
পায়না খোঁজে ঠিকানা ।


         সমাপ্ত