মানুষ তো তুমি  কখন যে হবে কবে ?
গুণ যদি নাহি থাকে রূপে কি মানুষ হবে
লেভেল ক্রসিং করো খ্যাতি আর ক্ষতি
এখনও হয় দিন-রাত হবে চির নিরবধি ।


কি যে মনে করো ধরা কে স্বরা জ্ঞান
যখন হবে শবদেহ বড়াই হবে খানখান
যা কিছু কররে মন আপনার লাগিয়া
হিসাব কষে দেখো উপায় পাবেনা খুঁজিয়া ।


শক্তিকে আজ ভক্তি করো হৃদয় প্রাণ উজাড় করে
দুচোখ মেলে দেখবি তখন পাষাণ হৃদয় ভোর হলে ।
                      সমাপ্ত