শিল্পীর ছেনির মর্মর আঘাতে
দুঃখে ভরা হৃদয় কাতর
নিষ্ঠুর নির্মম হৃদয়ের হাতে
এই যে পাষাণ পাথর ।


কামারের হাতে খেয়ে পিঠুনি
চিৎকারে করি ধ্বনি
কেউ শুনেনা হৃদয়ের বানী
জ্বালাবে দেহ আনি।


মাথা উঁচু করে দাঁড়াতে পারিনা
কেউ করেনা মোরে মানা
দুর্বা ঘাসের দুঃখ বুঝনা
সবই গোবর আবর্জনা।


আঘাত করেছি পাষাণ পাথরে
সবাই যদি যায় জেগে উঠে
আমি শিল্প শিল্পীর গুণে
সবার মাঝে ঠাঁই করে নেবো ।


সুখের অভাব হৃদয়ে তোমার
অভাবই স্বভাবজাত ধরন
নাইবা কেহ মোরে করিল স্বরণ
বিশ্বভূবন জোড়ে থাকবো সারাক্ষণ।


               সমাপ্ত