কিসের মোহে অন্ধ তুমি
চক্ষু যাবে খুলিয়া
চলতে গিয়ে হোঁচট খেলে
অর্থ যাবে খসিয়া ।


নিঃস্ব হলে বিশ্ব বাসী
দেখবে তোমায় চাহিয়া
পূণ্য জ্ঞানে ধন্য হবি
ধর্মেরই গান গাহিয়া।


মুক্ত মনের প্রাণী গুলি
যুক্ত হলো নুংরামীতে
উলঙ্গ আর বেহায়াপনা
জংলি প্রাণীর নগ্নতে।


মৃত্তিকা যে পায়ের নিচে
চোরাবালির এই ঘরে
আস্ত ওরে ফেলবে খেয়ে
রূপসীর ঐ রূপ ধরে ।


পূর্ণ প্রাপ্তির নষ্ঠামীতে
নর্দমার ঐ ময়লাতে
দেয় বিলিয়ে দেহখানী
লজ্জা শরম সব ছেড়ে ।


ভাবছে সে যে বাহাদুরি
যৌনতারই পূর্ণতায়
নষ্টরা পথ ভ্রষ্ট হলো
কলংকিত এই ধরায় ।


পথ দেখাতে আসছে ফিরে
ধর্ম কর্ম নীতির জ্ঞান
ভূল করে আর যাসনে চলে
হারবে নারে মানির মান ।


পরকালের যদি বিশ্বাসী হও
আস্থা রাখো ঐ স্থানে
ইসলাম ছাড়া অন্য কিছু
থাকবে না আর কোনো খানে।


            সমাপ্ত