জীবন কি ? জগত কি ?
কি আছে মৃত্যুর পরে
মনকে আলোড়িত করে
এ সকল প্রশ্ন জাগে ।


মন সকল কৃত্রিমতার
আভরণ খুলিয়া রাখিয়া
নির্জনে দৃষ্টিপাত করে
অনাগত ভবিষ্যত ভাবিয়া ।


স্বেচ্ছাধীন নহে এ জীবন
কয়দিনের জন্য সৃজন করে
কিশোর হস্তে নাড়িয়া নাড়িয়া
কত সুখ অনুভব করে।


নিত্য সনাতন সাধিত হয়
প্রাণ চায় সত্যের আশ্রয়
দিবসের কর্ম কোলাহলে
রজনীর অন্ধকারে বিলীন হয় ।


           সমাপ্ত