খাবে শুধু দিনে নয়
উদয় অস্ত আধারে
সেহরী ইফতার আহ !
কি স্বাদের বাহারে ।


রোজা এলে মজা বাড়ে
রকমারি ইফতার
তাই বলে বেহিসেবি
কেন খাবে বারবার ।


প্রতিবেশীর রাখোনা খবর
কি করে সে ইফতার
তাঁর ও যে হক আছে
তোমার উপরে তাহার ।


বিত্ত হয়েছে তোমার
তাই বলে কিসমত
হক কেড়ে কেন খাও
এই তোর হিম্মত ।


রোজা কোনো সাজা নয়
নির্দেশ আল্লাহর
তিলে তিলে হিসাব হবে
ভূলে যাও বারবার


         সমাপ্ত