ওরে সাগর, ওরে নদী,
দেখনি কখনো বালুঝড় ?
পাহাড় সমান ঢেউয়ের তীরে
দেখেছি কত বালুচর !


ওরে পাহাড় বৃক্ষ তরুলতা
দেখনি কখনো ঘুর্ণিঝড় ?
বায়ূর দাপটে সব তছনছ
ওলটপালট হয়েছে কত ঘর !


প্রচন্ড জলোচ্ছ্বাস মেলা
হারবে সবাই বৈধতা ফেলে
অসহায়ের মালা লইবে ঘিরে
আশ্রয় হবে কার কোলে ?


যাদের নিয়ে করছ বাহাদুরি
ধরবে গলা ছেপে তাঁরাই
শয়তান মোদের প্রকাশ্য শত্রু
বিশ্বে এ কথা জানে সবাই ।