রাত পোহালেই কত কিছু
হচ্ছে প্রয়োজন
টাকার কাছে হেরেই গেলাম
ছুটছে আপনজন ।


নিত্য দিনের ভালবাসা
রইল না যে ওর
সবাই বলে দিচ্ছে না যে
খুবই স্বার্থপর ।


নিত্য নতুন চাহিদা তাঁর
হয়না কভূ শেষ
যখন তখন বায়না ধরে
বলছে না যে বেশ।


যাচ্ছে চলে আসছে না যে
হিসাব কষে তাঁর
কেমন করে আসবে টাকা
ভাবছে না যে আর ।


আয় বুঝে ব্যয় করো
নেইরে টাকার পাখা
প্রয়োজন ও চাহিদা যে
যায় না তারে রাখা ।


        সমাপ্ত