যুক্তি করে মুক্ত হলো
চুক্তি ছিল যার সাথে
বলবেনা সে রইবেনা
থাকবেনা সে একসাথে ।


শুরু হলো দৃষ্টি দিয়ে
ভাব বিনিময় করলো যে
প্রেম-পিরিতির বেড়াজালে
খেলছে খেলা তার সাথে।


বলছে এখন থাকবেনা আর
কাজটা এমন করলো কে
মায়ার বাঁধন যাচ্ছে ছিড়ে-কেউ,
রক্ষা করার নাই কিরে।


একটা ছেলে একটা মেয়ে
বাট-বাটোরা চলছে যে
লাগাম লাগাও জবান ছিড়ে
কথা কেউ বলছেনা যে।


টাকা কড়ি মাল-সামানা
সব কিছু আজ নিয়ে যাও
আমার ছেলে আমার মেয়ে
আমার কাছে রেখে যাও।


তোমার একা নয়রে সাধু
শুন্য একে হয় রচনা
সব কিছু ছেড়ে দিয়ে
তোমার সাথে তাই সূচনা ।


ভোগ করেছো দুঃখ দিয়ে
বলছো এখন তোমার একা
নারী ছাড়া ফুল ফুটাবে
দেখিনি তো এমন বোকা


          সমাপ্ত