ক্ষুধা শুধু নয় পেটের ক্ষুধা, ক্ষুধায় সচেতন
মনের ক্ষুধায় ব্যস্ত দেখি সবার প্রয়োজন।
সৃষ্টির সবাই ব্যস্ত দেখি ছুটছে ক্ষুধার প্রতি
অনেক জনের হরেক ক্ষুধা ভিন্ন ভিন্ন গতি।


চামচা নেতার ক্ষুধা দেখে সবার মন জ্বলে
সম্মান আর প্রচণ্ড প্রভাব তাদের শুধু চলে
ধনীর ক্ষুধা চক্রবৃদ্ধি আর খুনির ক্ষুধা খুনে
বসেরা সব ক্ষুধা মিটায় ঘুষের টাকা গুনে।


বাড়ি গাড়ি ধন-দৌলতের ক্ষুধায় করে চাষ
কলম-অস্ত্রে চলে ডাকাতি উঁচু তলায় বাস
স্বার্থ মেটায় ঘুষে টাকায় তাঁর স্বভাব দোষে
টাকার কাছে হারছে বাড়ছে বেকার দেশে ।


স্বার্থ তাদের ভোগ বিলাসে ক্ষুধার গাড়ি চরে
নারীর ক্ষুধা পুরুষ বেহুদা পাপে গেলো ভরে
প্রচণ্ড ক্ষুধা সৃষ্টি জাতির মিটবে কোনোদিন
গরুর ক্ষৃধা থাকবে দেখো খেয়েও সারাদিন ।