আব্দুল আহাদ
আঁধার, আঁধার, আঁধার, সর্ব দিগন্তে অন্ধকার
কাল মেঘ দিবালোকে ছুয়ে আছে বঙ্গ ছাউনিতে।।


সবই যে মহারথি করিতে হবে তাহার আরতি
সবুজ শ্যামল প্রকৃতি হিংসার দাবানলে উত্তাল তরঙ্গা।


কচিকাঁচা দুষ্টা বখাটেরা বলে, আছেন মোদের বড় ভাই।
হাজার অন্যায় বিপথগামী আশ্রয়ী বড় ভাইয়ের স্নেহকুলে।


ছোট কালে বলিতেন বাবা, পুত্র আমার দেখিবে একদিন,
অন্ধ অনুসরণে ঝুকিয়া পড়িবে সব বিপথগামীরা।


মানুষের চেয়ে নিকৃষ্ট তুমি আর কিছু দেখিতে পারিবে না!
জ্ঞানহীন মূর্খের কথা শুনিতে হবে সকল জ্ঞানীরা!


সকল মসনদে বসিবে মূর্খের আড্ডা কাতর দেখিবে তোমরা।
শত সহস্র ক্রোশ সাধনা করে পাবেনা জ্ঞানের আড্ডা!


বিকৃত যৌনকর্ম হার মানাবে সকল হিংস্র পশুত্ব।
চোর চুরি করিয়া করিবে সকল রাজত্ব,


লাঞ্চিত জ্ঞানীগুণী দ্বারে দ্বারে ঘুরিবে অশ্রুজলে।
কত মানুষ মরবে মূর্খতার জ্বলন্ত দাবানলে,


ক্ষমতা লোভী দ্বন্দ্বে চারদিক মৃত্যুপুঞ্জ দেখবে তোমরা।
নদী নালা খালবিল সব জল চাইবে তারা,


কত নদী হারাবে নাব্যতা, কত নারী হারাবে সতিতা।।
পাহাড় নগর হবে, ধর্ম ন্যায় বন্দি হবে বুলিতে।


গ্রামগঞ্জে ছড়াবে হিংসার দাবানল হারাবে ঐতিহ্য।
হু হু হু করে কেবল বাবার পবিত্র মুখে চেয়ে শুনেছিলাম কথা!!
মনে মনে ভেবেছিলাম শুনেছি রূপকথার কিচ্ছা,
হাজার কুর্নিশ বাবা তোমার কদমে দেখিতেছি স্বচক্ষে তাহা।।।