স্মৃতিপট-০৩
রূপালি ধানের স্বর্ণ শীষ চুয়ে গেছে ঐ মাটঘাটে।
চারদিকে আনন্দের সুরে মধুর কন্ঠের গুনগুন কৃষকের মুখে।
কৃষাণি নবান্নের ধান বুনে মিষ্টি পিঠা চুয়েছে মুখে মুখে,
কতশত গ্লানি ঘাম ঝরে এসেছে মিষ্টি হাসি কৃষক পল্লীতে।
ঝনঝন পাকা ধানের কল্যাণী ধ্বনি আমার চুয়েছি হৃদয়ে।
সহজ সরল স্নেহময় মমতাময়ী কৃষাণির মৃদু হাসি,
উঠান বারিন্দা কিংবা মাটঘাটে পাকা ধানের রঙিন হাসি।
এসব ধরনি কোথা তোরা জানিস আমাদের গ্রামে।
চোর ডাকাত কেহ নেই পড়ে আছে মাটে ঘাটে সোনার ফসলাদি
কত সুন্দর স্নেহ মায়া মমতা পরোপকার ওদের রেখেছে ঘিরে,
নেই কোন মরণ ব্যাধি মনে সুখে ঘুমিয়ে পড়ে জীর্ণ কুঁড়ে ঘরে।
আাযানে সুর শুনে উঠে পড়ে সবুজ মাঠে ঘাটে,
সকল কর্ম ক্লান্তি যৌবন রতী মিশিয়ে ফেলে মাঠে ঘাটে।
নেই কোন উচ্চবিলাস দুবেলা উদর বরার সব আকুতি,
নেই কোন দালান কোঠা জীর্ণ কুঁড়ে ঘরে সুখের মহারতি।
ওরা কৃষক পিতৃতুল্য মহা সাধক অন্ন যোগায় দেশের।(চলেব…..)