আমি শতসহস্র নগর মহানগর দূর অচেনা মরু প্রান্তর,
কিংবা পাহাড় পর্বত উত্তাল সাগরের ঢেউ,
কতশত ভূমিবল খেকশিয়ালের দল সব দেখেছি,
কতশত গিটারের হর্ন শিল্পীর বাদ্যযন্ত্র আমি শুনেছি,
দালানকোঠা ইট পাথরের অট্টালিকার মহা সমারোহ।


দাম্ভিক অত্যাচারির শিকল গাঁথা যত ইতিহাস।
কত ছলচাতুরীর জাল পেতে নগর মহানগরের ভূমিবল।
এসব কি আমার স্মৃতি গেঁথে অন্তরে স্থান করে নিয়েছে।।
না না না আমি এসব কিছুতেই মুগ্ধ না স্মৃতিপটে তুমি!
সবুজবর্ণের মহল্লার ঐ মসজিদ, মন্দির, ঈদ, দুর্গা।


মুয়াজ্জিনের আযান, সনাতনে হুড়ুড়ুড়ু, নৌকা বাইচ,
মধুর সুরের ঊষার ধ্বনিতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ,
কুহুকণ্ঠের কোকিলের সুর কিংবা কাকের কা কা,
প্রিয় মাতৃভূমি তোমারে ছাড়া কোথাও এসব দেখিনি।
হিন্দু মুসলিম কিংবা খাসি গারো সব একই বৃক্ষচর।
ওরা সবাই বন্ধনে আবদ্ধ পঞ্চায়েত তাদের বল।


আছে সুবিচার স্নেহ মামা-মমতা সবই যেন একই পাত্রের জল।।
ছোট ছোট গ্রাম খড় পাতার গৃহে ঢেকির ধান ভানা,
পড়ন্ত বিকালে সারি সারি উকুনবাছা এসব আমাদের গ্রামে।। (চলবে…..)