তরল রোদ বিগলিত হচ্ছে
গড়িয়ে পড়ছে
শুন্যের প্রতিটি বিন্দুতে
জমাট বাধা মেঘগুলো স্নান সেরে এখন বাড়িতে বোধহয়
খরার দহনে পুড়ে দগ্ধ
নিরপরাধ চর্মপাটি
বৃষ্টিমেয়ে তখনো ঘোমটা সড়ায় না
মত্ত হয় না প্রণয়খেলায়
তার উন্মাতাল নৃত্য
সে কী লোভনীয়!
মন কেবলই করে আনচান
'সত্ত্বা' তখন জীবনের মর্মকাঁথা বোনে


কোমল কিরণ আদর করছে
বুকের জমিন
উদ্ধত ঠোঁট
উন্নত কপোল
দৃঢ় চিবুক
সব
মোহময় আবেশে চোখ মুদে আসছে
মেঘবালিকা খেলছে আবেগী লুকোচুরি
রমণীর হাসির রিনিঝিনি
'সত্ত্বা' তখন পরখ করছে প্রতিটি স্পন্দন
তার ভাষা
তার আবেদন


সরীসৃপ অন্ধকারে তখন
কবিতাখেলায় মত্ত শব্দের কবি
ভরিয়ে তোলে মুদ্রিত আবর্জনা
যারা জীবনের নিগূঢ় তত্ত্ব বোনে
যারা কথা বলে হৃদয়ের স্পন্দনের সনে
কেনো যেনো তারা কবিতা লেখেন না
তাঁদের অনুভূতিই কবিতা
স্পন্দনের সনে তাঁদের বাক্যালংকারই কবিতা
তাঁদের নীরবতা-ই শ্রেষ্ঠ কবিতা...