রাজকন্যা রজনী
পাড়ায় পাড়ায় পড়িয়ে দিলো
ঘুমের আংটি
বাণ এলো আকাশ থেকে
চাঁদ মামা ঢালছে আজ অফুরন্ত মায়া
যেনো নির্ঝর!
বাতাস এখানে-সেখানে উড়িয়ে নিচ্ছে
পৌঁছে দিচ্ছে
মধুর প্রেমপত্র
হুমড়ি খেয়ে পড়ছে প্রেমিক
এটাই বুঝি প্রেয়সীর মালা!
প্রতারক রজনী
অপরপ্রান্তে করে চলেছে
মোহময় প্রতারণা
চাঁদ মামা হাসছে অদ্ভুত হাসি
বাতাস প্রেমপত্রে ভাঁজ করে রেখেছে বুলেট
হুমড়ি খেয়ে প্রেমিক মালা খোঁজে
প্রেয়সীর মালা!
প্রেমময় বুলেট তার বুকে এঁকে দেয়
ভালোবাসার চিহ্ন
চিরদিন তার ভালোবাসায় নীরব...
এ রক্ত ভালোবাসার
প্রতি রক্তবিন্দুতে এ কী ভালোবাসার সিন্ধু!?
প্রেমময়ীর আঙুলে আংটি
পড়াতে পড়াতে
প্রতি রক্তবিন্দু থেকে জন্ম নেয়
একেকটি হামাস
যুগ থেকে যুগান্তরে
ভালোবাসা টিকিয়ে রাখবে বলে...